আহকামুন নিসা
Not allow reviews
নারীদের নিত্য প্রয়োজনীয় মাসায়েল যেমন: রান্না-বান্না ও পানাহারের মাসায়েল, খাওয়ার মাসায়েল, ঘরে প্রবেশের মাসায়েল, ঘর থেকে বের হও্য়ার মাসায়েল, যান বাহনে চলার মাসায়েল ইত্যাদি। বৎসরের বিশেষ কয়েক দিনের আমল যেমন: শবে বরাত, শবে মেরাজ, শবে ক্বদর। সহীহ হাদীসে বর্ণিত মাছনূন দুআ-দূরুদ, নসীহত ও নেক বিবিদের কাহিনী সম্বলিত ঘর ও মজলিসে তালীমের উপযোগী কিতাব।