আমার কর্ম আমার জীবন হুসেইন মুহম্মদ এরশাদ

Not allow reviews

Descriptions


  • লেখকঃ হুসেইন মুহম্মদ এরশাদ
  • প্রকাশনীঃ আকাশ
  • ভাষাঃ বাংলা
  • সংস্করণঃ প্রথম প্রকাশিত ২০১৬

হুসাইন মুহাম্মদ এরশাদ এর “আমার কর্ম আমার জীবন” বইটি আকাশ প্রকশনী থেকে ২০১৬ এর ফেব্রুয়ারীতে প্রথম প্রকাশিত হয়। হুসেইন মুহাম্মদ এরশাদ এর জন্ম ১৯৩০ সালের পহেলা ফেব্রুয়ারীতে। বাংলাদেশের সাবেক সেনা প্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি ছিলেন তিনি। জাতীয় পার্টি নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে জাতীয় পার্টি (এরশাদ) উপদলের নেতা। ২০০৯ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন হতে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৩ খ্রিস্টাব্দে নির্বাচিত সরকারের অধীনে সেনাপ্রধানের দায়িত্ব পালন কালে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং সামরিক শাসন জারীর মাধ্যমে দেশ শাসন করেন। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুন:প্রবর্তনের উদ্দেশ্য ঘোষণা করে তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে সংসদীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করেন। এই নির্বাচনে তিনি স্বপ্রতিষ্ঠিত জাতীয় পার্টির ভোটপ্রার্থী হিসাবে অংশ গ্রহণ করেন এবং পরে ৫ (পাঁচ) বৎসরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ খ্রিষ্টাব্দে গণবিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। সুদীর্ঘ নয় বছর তিনি প্রেসিডেন্ট এর দ্বায়িত্ব পালন করেন। তিনি ছিলেন গ্রাম-বাংলার মানুষের প্রেসিডেন্ট, তিনি নিজের সীমানায় কখনোই বেঁচে থাকেন নি, বেঁচে ছিলেন ৬৮ হাজার গ্রামের মানুশদের মধ্যে। গ্রামে গ্রামে গিয়ে নিজের চোখে দেখে এসেছেন মানুষের সমস্যা এবং সে অনুযায়ী যথোপযোগী উদ্যোগও নিয়েছেন। বইটিতে তিনি তাঁর কর্ম আর জীবন সম্পর্কে লিখেছেন, এটি তাঁর সুদীর্ঘ জীবনের খন্ডাংশ মাত্র। গ্রামের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে তৎপর ছিলেন তিনি, রাজধানীর অট্টালিকায় শুয়ে বসে রাজনীতি করেন নি তিনি। শুরুতে ছিলেন সেনাবাহিনীতে, পরবর্তীতে নয়টি বছর নিষ্ঠার সাথে পালন করেছেন রাষ্ট্রপতির দ্বায়িত্ব। স্মৃতির ভাণ্ডার উন্মোচন করতে গিয়ে তিনি লিখেছেন দীর্ঘ কারাজীবনের কথা। দ্বায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে কখনো কারো গাফিলতি দেখলে কোন প্রকার আপোস করেন নি তিনি।


Similar Products

1945922675977353764